বিসমিল্লাহির রাহমানির রাহিম 

হাসিমুখে সাক্ষাত করা ও নম্র ব্যবহার করা আল্লাহ তায়ালা বলেছেনঃ "মু'মিনদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ কর।" (সূরা হিজরঃ ৮৮) তিনি আরো বলেছেনঃ "তুমি যদি রাগ ও কঠিন হৃদয় হতে তবে তারা তোমার পাশ থেকে সরে পড়ত।" (সূরা আলে ইমরানঃ ১৫৯) ৬৯৩. আদি ইবনে হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও। যে তাও (দান) করতে সক্ষম না হয়ে সে যেন অন্তত ভালো কথার দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। (বুখারী, মুসলিম
 ৬৯৪. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ ভালো কথাও একটি সাদাকা বা দান বিশেষ। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। এটি একটি হাদীসের অংশবিশেষ। পূর্ণ হাদীস ইতিপূর্বে বর্ণিত হয়েছে। ৬৯৫. আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে বলেছেনঃ কোন ভালো কাজই অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে তোমার হাসিমুখে মুলাকাত হয়। ( মুসলিম
                                                              ( রিয়াদুস সালেহীন সূচী » দ্বিতীয় খন্ডের সূচী » পরিচ্ছেদঃ ৮৮)

0 comments :

Post a Comment

Design by Md.Sahahdad Hossain | Published by ZASJSS - মুসলিম উম্মার ঐক্য |