উত্তর
: আল্লাহর যিকির করতে হবে নীরবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আপনি আপনার প্রভুকে
সকাল-সন্ধ্যায় আপন মনে অত্যন্ত বিনীত ও ভীত সন্ত্রস্তভাবে স্মরণ করুন,
উচ্চ শব্দে নয়’ (আ‘রাফ ২০৫) তিনি আরো বলেন, ‘তোমাদের প্রভুকে অত্যন্ত বিনয়ের সাথে এবং সংগোপনে ডাক’ (আ‘রাফ ৫৫)
একদা এক সফরে ছাহাবীগণ আওয়াজ করে তাসবীহ পাঠ করলে রাসূল (ছাঃ) তাদের চুপে
চুপে তাসবীহ পাঠ করতে বলে বলেন ‘তোমরা এমন সত্তাকে ডাকছ যিনি সর্বশ্রোতা ও
সর্বদ্রষ্টা’ [সহীহ বুখারী, পর্ব ৬৪: মাগাযী, অধ্যায় ৩৯, হাঃ ৪২০২]
গোলাকার হয়ে একত্রে যিকর করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ (রাঃ) একদল
মুছল্লীকে মদীনার মসজিদে গোলাকার হয়ে তাসবীহ-তাহলীল করতে দেখে বলেন, ‘হে
মুহাম্মাদের উম্মতগণ! কত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল’? (দারেমী মুকাদ্দিমা
নং ২০৪, সনদ ছহীহ)।
‘আল্লাহু’ ‘আল্লাহু’ বা ‘ইল্লাল্লাহ’ শব্দে
কোন যিকর নেই। উক্ত মর্মে যে হাদীছটি রয়েছে তার অর্থ হ’ল ‘লা ইলা-হা
ইল্লাল্লা-হ’ [সহীহ বুখারী, পর্ব ৫৯:সৃষ্টির সূচনা, অধ্যায় ১১, হাঃ ৩২৯৩]
শায়খ আলবানী বলেন, ‘শুধু আল্লাহ শব্দে যিকর করা বিদ‘আত। সুন্নাতে যার কোন
ভিত্তি নেই’ (মিশকাত ১৫২৭ পৃঃ ১ নং টীকা) সর্বোত্তম যিক্র হচ্ছে ‘লা ইলা-হা
ইল্লাল্লা-হ’ (ইবনু মাজাহ, মিশকাত হা/২৩০৬)
0 comments :
Post a Comment