রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

 بسم الله الرحمن الرحيم


সংক্ষিপ্ত বর্ণনাঃ কুরআনে কারিমের সহজ সরল বাংলা অনুবাদের এই সিডিটি আপনাদের জন্য পেশ করেছে কুরআনের আলো পাবলিকেশন্স। এই সিডিতে কুরআন তেলাওয়াত করেছেন মক্কায় অবস্থিত মাসজীদ আল হারাম এর ইমাম, শেইখ সাউদ আস সুরাইম । বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। এবং বাংলা অনুবাদে কন্ঠ দিয়েছেন জায়েদ ইকবাল

                                     01 Al-Fatiha.mp3
11 Hud.mp3 12 Yusuf.mp3 13 Ar-Rad.mp3 14 Ibrahim.mp3 15 Al-Hijr.mp3 16 An-Nahl.mp3 17 Bani Israil.mp3 18 Al-Kahf.mp3 19 Maryam.mp3 20 Ta-Ha.mp3 21 Al-Anbiya.mp3 22 Al-Hajj.mp3 23 Al-Muminun.mp3 24 An-Nur.mp3 25 Al-Furqan.mp3 26 Ash-Shuara.mp3 27 An Namal.mp3 28 Al-Qasas.mp3 29 Al-Ankabut.mp3 30 Ar-Rum.mp3 31 Luqman.mp3 32 Sajdah.mp3 33 Al-Ahzab.mp3 34 Saba.mp3 35 Al-Fatir.mp3 36 Ya-Sin.mp3 37 As-Saffat.mp3 38 Sad.mp3 39 Az-Zumar.mp3 40 Al-Mumin.mp3 41 Ha-Mim Sajdah or Fussilat.mp3 42 Ash-Shura.mp3 43 Az-Zukhruf.mp3 44 Ad-Dukhan.mp3 45 Al-Jathiyyah.mp3 46 Al-Ahqaf.mp3 47 Muhammad.mp3 48 Al-Fath.mp3 49 Al-Hujurat.mp3 50 Qaf.mp3 51 Adh-Dhariyyat.mp3 52 At-Tur.mp3 53 An-Najm.mp3 54 Al-Qamar.mp3 55 Ar-Rahman.mp3 56 Al-Waqiah.mp3 57 Al-Hadid.mp3 58 Al-Mujadilah.mp3 59 Al-Hashr.mp3 60 Al-Mumtahina.mp3 61 As-Saff.mp3 62 Al-Jumua.mp3 63 Al-Munafiqun.mp3 64 At-Taghabun.mp3 65 At-Talaq.mp3 66 At-Tahrim.mp3 67 Al-Mulk.mp3 68 Al-Qalam.mp3 69 Al-Haqqa.mp3 70 Al-Maarij.mp3 71 Nuh.mp3 72 Al-Jinn.mp3 73 Al-Muzzammil.mp3 74 Al-Muddaththir.mp3 75 Al-Qiyamah.mp3 76 Ad-Dahr.mp3 77 Al-Mursalat.mp3 78 An-Naba.mp3 79 An-Naziat.mp3 80 Abasa.mp3 81 At-Takwir.mp3 82 Al-Infitar.mp3 83 Al-Mutaffifin.mp3 84 Al-Inshiqaq.mp3 85 Al-Buruj.mp3 86 At-Tariq.mp3 87 Al-Ala.mp3 88 Al-Ghashiyah.mp3 89 Al-Fajr.mp3 90 Al-Balad.mp3 91 Ash-Shams.mp3 92 Al-Layl.mp3 93 Ad-Duha.mp3 94 Al-Inshirah.mp3 95 At-Tin.mp3 96 Al-Alaq.mp3 97 Al-Qadr.mp3 98 Al-Bayyinah.mp3 99 Az-Zilzal.mp3 100 Al-Adiyat.mp3 101 Al-Qariah.mp3 102 At-Takathur.mp3 103 Al-Asr.mp3 104 Al-Humaza.mp3 105 Al-Fīl.mp3 106 Quraysh.mp3 107 Al-Maun.mp3 108 Al-Kauthar.mp3 109 Al-Kafirun.mp3 110 An-Nasr.mp3 111 Al-Lahab.mp3 112 Al-Ikhlas.mp3 113 Al-Falaq.mp3 114 An-Nas.mp3

                                                           source :: QuranerAlo

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
 


সৌদি আরবের জেলাসমূহের মাঝে ছোট্ট একটি জেলা হল আল-জুবাইল। যা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় বড় জেলা দাম্মাম সংলগ্ন অবস্থিত। আর সৌদি আরবের অন্যান্য জেলার ন্যায় আল-জুবাইল দা’ওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারও ইসলামের নিরলস খিদমাতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। জুবাইল দা’ওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার কর্তৃক পরিচালিত বিভিন্ন ইসলামী প্রোগ্রাম সমূহের মাঝে ইসলামী শিক্ষা কোর্স অন্যতম।
এখানে লেভেল-১, লেভেল-২, লেভেল-৩ পর্যন্ত কোর্স পদ্ধতি চালু রয়েছে। এবং লেভেল-৪ ও ৫ চালু প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি লেভেলে সাতটি সাবজেক্ট রয়েছে। যথাঃ (১) আল-কুরআন (২) হাদীস (৩) ফিকহ্ (৪) তাওহীদ (৫) সীরাত (৬) আরবী শিক্ষা (৭) তাফসীর। তবে লেভেল-৩ এ হাদীসের পরিবর্তে রয়েছে দাওয়াহ সাবজেক্ট। ্
উল্লেখ্য যে, সকল সাবজেক্ট কম্পিউটার-প্রজক্টেরের মাধ্যমে পড়ানো হয়।
মিডিয়া ফায়ার থেকে উপরোক্ত কোর্সের পাঠ্য বই সমূহ ডাউনলোড করতে নিম্নের লিংকগুলো অনুসরণ করুন:

লেভেল-১-এর বই সমূহঃ

লেভেল-২-এর বই সমূহঃ

লেভেল-৩-এর বই সমূহঃ

Official Website: http://www.jubaildawah.org/

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
 
 


সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামে হাদিস বা হাদিস শাস্ত্র বলা হয় সেই জ্ঞান সম্পর্কে যার সাহায্যে রাসুল্লাহ (সঃ) এর কথা, কাজ, ইত্যাদি সম্পর্কে অগ্রগতি লাভ করা যায়। যে কাজ তার উপস্থিতিতে সম্পাদন করা হয়েছে, কিন্তু তিনি তা নিষেধ করেননি, এমন কাজও হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস শাস্ত্র দুই ভাগে বিভক্ত। এক ইলমে রওয়ায়েতুল হাদিস, দুই ইলমে দেবায়াতুল হাদিস। মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা নির্ধারনে যে বিশ্বস্তত ও আমানতদারীর পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। কুরআন মজীদের বিশুদ্ধতা রক্ষার জন্য সাহাবায়ে কিরাম  যেরুপ সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের ক্ষেত্রেও অনেক মুহাদ্দিস তাই করেছেন। এ ব্যাপারে মুসলিম উম্মাহ প্রচুর দায়িত্ব বোধের পরিচয় দিয়েছে।

মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করেছেন। তারই প্রমান হচ্ছে ইমাম বুখারী (রহ) এই গ্রন্থ সহিহুল বুখারী। বাজারে আরও অনেক অনুবাদ থাকা শর্তেও আমাদের তাওহীদ প্রকাশনীর বুখারী প্রকাশ করার পিছনে যে কারণ গুলো কাজ করেছে তা নিচে দেয়া হলঃ

তাওহীদ পাবলিকেশন্স এর সাহিহুল বুখারীর  উল্লেখ যোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো :


. আল-মু’জামুল মুফাহরাস লি আলফাযিল হাদীস হচ্ছে একটি বিষ্ময়কর হাদীস – অভিধান গ্রন্থ । গ্রন্থটিতে আরবি বর্ণমালার ধারা অনুযায়ী কুতুবুত ‍তিস’আহ ( বুখারী , মুসলিম , তিরমিযী , আবু দাউদ , নাসাঈ , ইবনু মাজাহ , মুসনাদ আহমাদ , মুওয়াত্তা ইমাম মালিক , দারেমী ) নয়টি হাদীস গ্রন্থের শব্দ আনা হয়েছে । যে কোন শব্দের পাশে সেটি কোন কোন হাদীস গ্রন্থে এবং কোন পর্বে বা কোন অধ্যায়ে আছে তা উল্লেখ রয়েছে ।

আমাদের দেশে এ গ্রন্থটি অতটা পরিচিতি লাভ না করলেও বিজ্ঞ আলিমগণ এটির সাথে খুবই পরিচিত । বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের ছাত্র শিক্ষক সবার নিকট বেশ সমাদৃত । অত্র গ্রন্থের হাদীস গুলো আল মু’জামুল মুফাহরাসের ক্রমধারা অনুযায়ী সাজানো হয়েছে । যার ফলে অন্যান্য প্রকাশনার হাদীসের নম্বরের সাথে এর নম্বরের মিল পাওয়া যাবে না । আর এর সর্বমোট হাদীস সংখ্যা হবে ৭৫৬৩ টি । আধুনিক প্রকাশনীর হাদীস সংখ্যা হচ্ছে ৭০৪২ টি । আর ইসলামিক ফাউন্ডেশনের হাদীস সংখ্যা হচ্ছে ৬৯৪০ টি ।


. যে সব হাদীস একাধিকবার উল্লেখ হয়েছে অথবা হাদীসের অংশ বিশেষের সংগে মিল রয়েছে সেগুলোর প্রতিটি হাদীসের শেষে পূর্বোল্লিখিত ও পরোল্লিখিত হাদীসের নম্বর যোগ করা হয়েছে । যার ফলে একটি হাদীস বুখারীর কত জায়গায় উল্লেখ আছে বা সে বিষয়ের হাদীস কত জায়গায় রয়েছে তা সহজেই জানা যাবে । আর একই বিষয়ের উপর যাঁরা হাদীস অনুসন্ধান করবেন তাঁরা খুব সহজেই বিষয়ভিত্তিক হাদীস গুলো বের করতে পারবেন । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে :  ( ১০০২ , ১০০৩ , ১৩০০ , ২৮০১ , ২৮১৪ , ৩৯৬৪ , ৩১৭০ , ৪০৮৮ , ৪০৮৯ , ৪০৯০ , ৪০৯১ , ৪০৯২ ,৪০৯৪ , ৪০৯৫ , ৪০৯৬ , ৬৩৯৪ , ৭৩৪১ ) বন্ধনীর হাদীস নম্বর গুলোর মধ্যে ১০০১ নং হাদীসে উল্লিখিত বিষয়ে আংশিক বা পূর্ণাঙ্গ আলোচনা পাওয়া যাবে ।


৩. বুখারীর কোন হাদীসের সঙ্গে সহীহ মুসলিমের কোন হাদীসের মিল থাকলে মুসলিমের পর্ব অধ্যায় ও হাদীস নম্বর প্রতিটি হাদীসের শেষে উল্লেখ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( মুসলিম ৫/৫৪ হা/৬৭৭ ) অর্থাৎ পর্ব নং ৫ , অধ্যায় নং ৫৪ , হাদীস নং ৬৭৭   সহীহ মুসলিমের হাদীসের যে নম্বর উল্লেখ করা হয়েছে তা মু’জামুল মুফাহরাসের নম্বর তথা ফুয়াদ আব্দুল বাকী নির্ণিত নম্বরের সঙ্গে মিলবে ।


. বুখারীর কোন হাদীস যদি মুসনাদ আহমাদের সঙ্গে মিলে তাহলে মুসনাদ আহমাদের হাদীস নম্বর সেই হাদীসের শেষে যোগ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( আহমাদ ১৩৬০২ ) এটির নম্বর এহইয়াউত তুরাস আল-ইসলামীর নম্বরের সঙ্গে মিলবে ।

৫. আমাদের দেশে মুদ্রিত ইসলামিক ফাউন্ডেশন ও আধুনিক প্রকাশনীর হাদীসের ক্রমিক নম্বরে অমিল রয়েছে । তাই প্রতিটি হাদীসের শেষে বন্ধনীর মাধ্যমে সে দুটি প্রকাশনার হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( আ.প্র.৯৪২ ই.ফা.৯৪৭ ) অর্থাৎ আধুনিক প্রকাশনীর হাদীস নং ৯৪২ , আর ইসলামিক ফাউন্ডেশনের হাদীস নং ৯৪৭ ।


. প্রতিটি অধ্যায়ের ( অনুচ্ছেদ ) ক্রমিক নং এর সঙ্গে কিতারে ( পর্ব ) নম্বরও যুক্ত থাকবে যার ফলে সহজেই বোঝা যাবে এটি কত নম্বর কিতাবের কত নম্বর অধ্যায় । যেমন ১০০১ নং হাদীসের পূর্বে একটি অনুচ্ছেদ রয়েছে যার নম্বর ১৪/৭ অধ্যায় : অর্থাৎ ১৪ নং পর্বের ৭ নং অধ্যায় ।


৭. যারা সহীহ বুখারীর অনুবাদ করতে গিয়ে সহীহ হাদীসকে ধামাচাপা দিয়ে যঈফ হাদীসকে প্রাধান্য দেয়ার জন্য বা মাযহাবী অন্ধ তাকলীদের কারণে লম্বা লম্বা টিকা লিখেছেন তাদের সে টিকার দলীল ভিত্তিক জবাব দেয়া হয়েছে ।


. আরবী নামের বিকৃত বাংলা উচ্চারণ রোধকল্পে প্রায় প্রতিটি আরবী শব্দের বিশুদ্ধ বাংলা উচ্চারণের চেষ্টা করা হয়েছে । যেমন : আয়েশা এর পরিবর্তে ‘আয়িশাহ্ , জুম্মা এর পরিবর্তে জুমু‘আহ্ , নবী এর পরিবর্তে নাবী , রাসূল এর পরিবর্তে রসূল , ম্ক্কা এর পরিবর্তে মাক্কাহ , ইবনে এর পরিবর্তে ইবনু , উম্মে সালমা এর পরিবর্তে উম্মু সালামাহ্ , নামায এর পরিবর্তে সলাত ইত্যাদি ইত্যাদি প্রচলিত বানানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ।


. সাধারণের পাশাপাশি আলিমগণও যেন এর থেকে উপকৃত হতে পারেন সে জন্য অধ্যায় ভিত্তিক বাংলা সূচি নির্দেশিকার পাশাপাশি আরবী সূচি উল্লেখ করা হয়েছে ।

১০. বুখারীর কত জায়গায় কুরআনের আয়াত এসেছে এমনকি আয়াতের একটি শব্দ আসলেও সেটির সূরার নাম , আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে ।


১১. ইনশাআল্লাহ সমৃদ্ধ অধ্যায় ভিত্তিক সূচি নির্দেশিকা সহ প্রতিটি খন্ডে থাকবে সংক্ষিপ্ত পর্বভিত্তিক বিশেষ সূচি নির্দেশিকা । এতে কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানা যাবে ।


১২. হাদীসে কুদসী চিহ্নিত করে হাদীসের নম্বর উল্লেখ ।


১৩. মুতাওয়াতির ১৪. মারফু’ ১৫. মাওকুফ ও ১৬. মাকতু হাদীস নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে । ফলে সে হাদীস গুলোকে সহজেই চিহ্নিত করা যাবে ।


১৭. প্রতিটি খন্ডের শেষে পরবর্তি খন্ডের কিতাব/পর্বভিত্তিক সূচি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে ।”

এই সব কারণে যাদের সামর্থ্য আছে বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব কেনার তাদের কাছে আমাদের সু-পরামর্শ থাকবে তাওহীদ পাবলিকেশন্স থেকে কেনার। কারণ বুখারী মুসলিম ছাড়া অন্যান্য হাদীস গন্থে কিছু কিছু জাল ও যঈফ হাদীসও রয়েছে । যেগুলোর উপর আমল করা নিষিদ্ধ । একমাত্র তাওহীদ পাবলিকেশন্সই বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসির উদ্দিন আলবানী (রহঃ) এর তাহক্বীক্ব করা হাদীস গ্রন্থ এর অনুবাদ প্রকাশ করেছে ।


ডাউনলোড



Mediafire Download Link

..................................................................



Mediafire Download Link


                    তাওহীদ পাবলিকেশন্স
        হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।
      মোবাইলঃ ০১১৯০৩৬৮২৭২, ০১৭১১৬৪৬৩৯৬

[ইনশাহআল্লাহ খুব শীঘ্রই বাকি খণ্ড গুলো পোস্ট করা হবে।]

                                    source::Quraneralo.com

ডঃ জাকির নায়েকের লেকচার সমগ্র 




ডাউনলোড করুন ডঃ জাকির নায়েকের বাংলা ডাবিং লেকচার সমগ্র।
যেভাবে ডাউনলোড করবেন : প্রথমে ফাইল নেম এর উপর রাইট ক্লিক করুন, তারপর ক্লিক করুন (Save link as / Save target as) এর উপর।
1) Bibhinno_dhormo_gronthe_Mohammad_(saw).mp3
2) Hindu_ebong_Islam_dhorme_Allah_somporke_dharona.mp3
3) Islam_ebong_Christian_dhormer_sadrisso.mp3
4) Quran_o_Adhunik_Biggan.mp3
5) Poshchimara_keno_Islam_grohon_korchhe.mp3
6) Quran_ki_Allahr_bani.mp3
7) Sontrashbad_ki_ekokvabe_Musolmander_jonno.mp3
8) Hindu_dhormo_ebong_Islam_dhormer_sadrissho.mp3
9) Islame_Narir_Odhikar.mp3
10) Prodhan_dhormo_grontho_somuhe_sristikortar_dharona.mp3
11) Jodi_poshak_diye_uddesso_bojha_jay_setai_poren.mp3
12) Islam_ki_manobotar_jonno_somadhan.mp3
13) Manusher_jonno_amish_jatiyo_khaddo_onumodito_na_nishiddho.mp3
14) Islam_O_Christan_Dhormer_Mil.mp3
15) Media_ebong_Islam.mp3
16) Muslim_Ummahor_Modhdhe_Ekota.mp3
আপনাদের কাছে যদি উনার বাংলা ডাবিং এর আরো লেকচার থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন Facebook এ (shahadad.hossain.146)



বই – ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে আরোপিত অভিযোগ ও অপপ্রচারের জবাব - পড়ুন এইখানে।
Design by Md.Sahahdad Hossain | Published by ZASJSS - মুসলিম উম্মার ঐক্য |