বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তায়ালা বলেছেনঃ "আর যখন তোমরা তাদের কাছে কোন মাল-সামান চাইবে তখন যেন তোমরা পর্দার আড়ালে থেকে চাও।  (সূরাঃ আহযাব- ৫৩)  ১৬২৯. হযরত ওকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, পর নারীর সাথে মেলামেশা করা হতে বিরত থাক।  আনসারদের এক ব্যক্তি বলল, দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার...
Design by Md.Sahahdad Hossain | Published by ZASJSS - মুসলিম উম্মার ঐক্য |