আল্লাহ তায়ালা বলেছেনঃ "আর যখন তোমরা তাদের কাছে কোন মাল-সামান চাইবে তখন যেন তোমরা পর্দার আড়ালে থেকে চাও।
(সূরাঃ আহযাব- ৫৩)
১৬২৯. হযরত ওকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, পর নারীর সাথে মেলামেশা করা হতে বিরত থাক।
আনসারদের এক ব্যক্তি বলল, দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার কি অভিমত?
তিনি বললেন, দেবর হলো মৃত্যুসদৃশ। (বুখারী ও মুসলিম)
১৬৩০. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, তোমাদের কেউ কোন মহিলাদের সাথে নির্জনে মিশবে না। তবে তার সাথে কোন মুহাররম পুরুষ থাকলে ভিন্ন কথা। (বুখারী ও মুসলিম)
১৬৩১. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, জেহাদে অংশ গ্রহণকারী মুজাহিদদের স্ত্রীদের সম্মান-সম্ভম রক্ষা করা বাড়িতে অবস্থানকারী পুরুষদের মায়ের মতো গুরুত্বপূর্ণ। যদি বাড়িতে অবস্থাকরী কোন ব্যক্তিকে কোন মুজাহিদ পরিবারের দেখাশুনার দায়িত্ব দেয়া হয়, আর সে যদি তাতে খিয়ানত করে তবে কেয়ামতের দিন মুজাহিদ ব্যক্তি যত খুশি তার পূণ্য হতে নিতে পারবে। এরপর রাসূলুল্লাহ (স) আমাদের দিকে ফিরে বললেন, এ ব্যাপারে তোমাদের কি ধারণা? (মুসলিম)